Saturday, June 8

সহিংস পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা করে অগণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় আনা যাবে না : সুরঞ্জিত

চট্টগ্রাম : দেশে সাম্প্রদয়িক সহিংস পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা করে অগণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় আনা যাবে না বলে জানিয়েছেন দপ্তরবিহীনমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।

শনিবার চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক আয়োজিত আলোচনায় তিনি এ কথা বলেন।

সুরঞ্জিত বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে বিভিন্ন ধর্মের মানুষের ওপর হামলা চালিয়ে দেশে অরাজকতা তৈরির চেষ্টা চলছে। কৃত্রিমভাবে যেমন সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা যায় না তেমনি অসাংবিধানিক উপায়ে ক্ষমতায় যাওয়া যাবে না।"

তিনি বলেন, "হেফাজতের কাঁধে ভর করে জামায়াত-বিএনপি দেশে যে তাণ্ডব শুরু করেছে, তা মূলত দেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করার শামিল। সাম্প্রদায়িকতা থেকে মুক্তির জন্যই আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করে ছিলাম।"

ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক দেশ না হলে এদেশের অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করে তিনি বলেন, "ঐতিহ্যগতভাবে ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক সাধারণ মানুষ জামায়াত-বিএনপির সঙ্গে নেই এবং ভবিষ্যতেও থাকবে না।"

মন্ত্রী বলেন, সংখ্যালঘু সম্প্রদায় কোনো দলের ভোট ব্যাংক নয় "সাম্প্রদায়িক ও জঙ্গিগোষ্ঠী যদি মনে করে, হিন্দু-বৌদ্ধদের কয়েকটি মন্দির-মূর্তি পুড়িয়ে দিয়ে তাদের অস্তিত্ব বিলীন করে দেয়া যাবে, তবে তারা বোকার স্বর্গে বাস করছে। এগুলো পুড়িয়ে দেয়ার মধ্য দিয়ে তারা দেশের হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতিকে পুড়িয়ে দিয়েছে। সংখ্যালঘুরা কারো করুণার পাত্র না হয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে নিজেদেরই লাড়াই করে বাঁচতে হবে।"

উত্তম কুমার নাথের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জাসদের কার্যকরী সভাপতি মঈনউদ্দিন খান বাদল এমপি ও সংগঠনের মহাসচিব সৈয়দা রাজিয়া মোস্তফা, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইসহাক মিয়া প্রমুখ।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়