Tuesday, June 25

নিয়োগ পরীক্ষার ৩দিন পর প্রবেশপত্র

আমতলী(বরগুনা): বরগুনার আমতলী উপজেলার আমতলী সদর ইউনিয়নের উল্টাখালী পোষ্ট অফিসের খামখেয়ালীতে যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্বখাতের আওতায় অফিস কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে লিখিত পরীক্ষার প্রবেশ পত্র পেয়েছেন উল্টাখালী গ্রামের মোঃফারুখ হোসেন পরীক্ষার ৩ দিন পরে।  জানা গেছে উল্টাখালী গ্রামের মোঃ চান মিয়ার পুত্র মোঃফারুখ হোসেন যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি অনুয়ায়ী অফিস কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদন করেন। আবেদন  অনুযায়ী যুব উন্নয়ন অধিদপ্তর থেকে গত ২৯/৫/১৩ ইং তারিখ লিখিত পরীক্ষার জন্য প্রবেশপত্র ইস্যু করেন। প্রবেশ প্রত্র উল্লেখ রয়েছে ২১ জুন ২০১৩ ইং তারিখ ঢাকার আগারগাঁও তালতলা সরকারী কলোনী উচ্চ বিদ্যালয়ে ও মহিলা কলেজে যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্বখাতের আওতায় অফিস কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু পোষ্ট অফিস থেকে মোঃ ফারুখ হোসেন কে ২৩জুন প্রবেশপত্রসহ খামটি মোঃ ফারুখ হোসেন কে বিতরণ  করেন ।এ ঘটনায় মোঃফারুখ হোসেন হতবিহবল হয়ে পড়েন। তিনি বলেন, যে আশা করেছিলাম এক টা চাকুরী হবে কিন্তু পোষ্ট অফিস আমারে চাকুরীটা করতে দিলোনা।এ ঘটনা জানার জন্য সংশ্লিষ্ট পোষ্ট অফিসে বারবার যোগাযোগ করলেও কাউকে পাওয়া যায়নি । এ ঘটনায় ব্যবস্থা নেয়ার জন্য মোঃ ফারুখ হোসেন প্রশাসনের উচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করছেন।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়