Saturday, June 8

রাতে জরুরি বৈঠক ডেকেছেন খালেদা জিয়া

ঢাকা : আসন্ন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনা এবং আন্দোলনের পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণ করতে রাতে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া।

শনিবার রাত সাড়ে ৮টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য এ তথ্য নিশ্চিত করে বলেন, বৈঠকে আসন্ন পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকা পর্যবেক্ষণের বিষয়টি উঠে আসতে পারে।

এছাড়া বৈঠকে সংলাপ ইস্যুতে সরকারের অনাগ্রহের কারণে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে পরবর্তী আন্দোলন কর্মসূচি ও কৌশল নির্ধারণ হতে পারে।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়