Wednesday, June 5

কমলগঞ্জের আদমপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত


7মশাহিদ আহমদ, মৌলভীবাজারঃ কমলগঞ্জ উপজেলার ৭নং আদমপুর ইউনিয়ন পরিষদের ২০১৩-১৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট প্রস্তাব সভা অনুষ্ঠিত হয়েছে গত ৩ জুন বিকেলে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউপি চেয়ারম্যান মো: সাব্বির আহমদ ভুইয়া ২০১৩-১৪ অর্থ বছরের জন্য ৫৫  লক্ষ ৯১ হাজার ১ শত ২১ টাকার উন্মুক্ত বাজেট প্রস্তাব করেন। ইউপি চেয়ারম্যান মো: সাব্বির আহমদ ভুইয়া সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মনিপুরী আধীবাসী ফোরামের সাধারন সম্পাদক সমরজিৎ সিংহ, কমলগঞ্জ সংবাদের সম্পাদক শাহিন আহমদ প্রমূখ। সভায় বক্তারা উন্মুক্ত বাজেট প্রস্তাব বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ উলে¬খ করে সকলের সম্মিলিত প্রচেষ্টায় জনগনকে যথাসময়ে কর দেওয়ার আহবান জানিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়তে এগিয়ে আসার আহবান জানান। উন্মুক্ত বাজেট প্রস্তাব অনুষ্টানে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় তিন শতাধিক নারী পুরুষ অংশগ্রহন করেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলো জিটিএফ কর্মসূচি বাস্তবায়নকারী সংস্থা সৃষ্টি বাংলাদেশ, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ ও দি হাঙ্গার প্রজেক্ট। আদমপুর ইউনিয়নের উলে¬খ্যযোগ্য কাজগুলো হচ্ছে জন্ম নিবন্ধন, ট্যাক্স আদায়, স্বাস্থ্য, স্যানিটেশন, উন্মুক্ত বাজেট, জনঅংশগ্রহন মুলক স্বচ্ছতা, জবাবদাহিতা ও স্থানীয় পরিকল্পনা বাস্তবায়ন ইত্যাদি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়