প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়াধীন পিডিপি-৩ এবং স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে প্রাথমিক শিক্ষকদের এক বুনিয়াদী প্রশিণ কর্মশালা আজ বুধবার সকাল ১০টায় উপজেলা শিক্ষক রিসোর্স কেন্দ্রে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং প্রশিক্ষক বিলাল হোসেন মিঠুর উপস্থাপনায় দু’দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় সবার জন্য স্বাস্থ্য কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে স্কুল শিশুদেরকে ক্ষুদে ডাক্তার হিসাবে গড়ে তোলার কৌশল ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ আবুল হারিছ, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শাহীন মাহবুব, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন, কানাইঘাট উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, নূরনবী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমদ, লামাঝিঙ্গাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল আহমদ, খাগড়িকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুর রহমান, পূর্বগ্রাম রেজিষ্টার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইউএমকে আম্বিয়া চৌধুরী, কানাইঘাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক এখলাছুর রহমান, সাংবাদিক নিজাম উদ্দিন, আব্দুন নূর প্রমুখ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
শিক্ষাঙ্গন
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়