কানাইঘাট গাছবাড়ী বাজারের জরাজীর্ণ মূল সড়কের দ্রুত সংস্কার ও জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থা বাস্তবায়ন এবং রাস্তার পাশে অবৈধ ভাবে বালু মজুদ বন্ধের দাবীতে আজ বৃহস্পতিবার বাজারের মূল সড়ক অবরোধ করে রাখেন স্থানীয় স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত গাছবাড়ী ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে গাছবাড়ী আইডিয়াল কলেজ, মর্ডাণ একাডেমী, গাছবাড়ী কামিল মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েকশত শিক্ষার্থী বাজারের পশ্চিম পাশের গাজী বুরহান উদ্দিন সড়ক অবরোধ করে রাখলে এসময় রাস্তার উভয় পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। রাস্তা অবরোধের খবর পেয়ে এক পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম সোহরাব হোসেন, উপজেলা প্রকৌশলী অফিসের উধ্বর্তন কর্মকর্তারাদের ঘটনাস্থলে পাঠালে তারা জনদুর্ভোগ লাঘবে বাজারের পানি নিষ্কাসন ও রাস্তা সংস্কারের দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে এমন আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষার্থীরা বেলা ২টায় তাদের অনির্দিষ্টকালের সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়। এ সময় ৮নং ঝিঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান রফিক আহমদ চৌধুরী এবং বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন বাজারের জলাবদ্ধতা দূরীকরণ, রাস্তা সংস্কারের বিষয়টি বার বার উপজেলা সমন্বয় কমিটির সভায় তুলে ধরার পরও কোন ধরণের কার্যকর পদপে নেওয়া হয়নি। যার ফলে বর্ষা মৌসুমের শুরুতে বাজারের ভাঙ্গাচুরা রাস্তায় বড় বড় গর্ত সৃষ্টি হয়ে পানি জমে স্কুলের ছাত্রছাত্রীদের যাতায়াত ও বাজারে আগত জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। গাছবাড়ী ছাত্র ঐক্য পরিষদ কমিটির সাজ্জাদ হোসেন, আশিকুর রহমান, জুবায়ের, সাইফুর রহমান, নাবিল, শাহিন আহমদ, রেজওয়ান আহমদ “কানাইঘাট নিউজকে” ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের দুর্ভোগ লাঘবে বাজারের মূল সড়কের সংস্কার, পানি নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থার দাবীতে বিভিন্ন সময়ে মানববন্ধন, সভা-সমাবেশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবরে স্মারকলিপি দেওয়ার পরও কোনধরণের কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তারা অনির্দিষ্টকালের জন্য রাস্তা অবরোধ কর্মসূচি বাধ্য হয়ে দিতে হয়েছে। কর্তপক্ষ বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে এ ব্যাপারে তড়িৎ ব্যবস্থা নিবেন বলে আমাদেরকে আশ্বস্থ করেছেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়