গত মঙ্গলবার কানাইঘাটের চতুল ঈদগাহ বাজারে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া আসামী মাদক ব্যবসায়ী মুশাহিদ আলীসহ ৫ জনকে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ। আজ ভোর পৌনে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অন্যত্র পালিয়ে যাওয়ার সময় চতুল বাজার এলাকা থেকে থানার এসআই টিপু সুলতান, এএসআই হুমায়ুনসহ একদল পুলিশ অভিযান চালিয়ে ১টি অটোরিক্সাসহ মুশাহিদ আলীসহ ৫জনকে আটক করে। গ্রেফতারকৃতরা হলো-হাতকড়াসহ ছিনিয়ে নেয়া আসামী মাদক ব্যবসায়ী মুশাহিদ আলী, তার সহযোগী উপজেলার মুক্তাপুর গ্রামের আব্দুল খালিকের পুত্র কামাল উদ্দিন (২০), মালিগ্রামের ইরফান আলীর পুত্র মাসুম আহমদ (২১), রায়পুর গ্রামের আমির আলী পুত্র অটোরিক্সা চালক নাজিম উদ্দিন, জৈন্তাপুর উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্বপাতন গ্রামের খলিল আহমদের পুত্র আল আমিন (১৮), একই গ্রামের হাজী ইন্তাজ আলীর পুত্র মারুফ আহমদ (২১)। জানা যায়, গত মঙ্গলবার পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া আসামী মুশাহিদ আলী ঘটনার রাতেই পাশ্ববর্তী জৈন্তাপুর উপজেলার সরুখেল স্কুলে রাত্রীযাপন করে পরদিন বুধবার ভোর রাতে সে তার মেয়ের জামাইর বাড়ী দুর্গাপুর আফতাব উদ্দিনের বাড়ীতে গোপনে অবস্থান নেয়। ঐদিন গ্রেফতারকৃত মুক্তাপুর গ্রামের কামাল উদ্দিন ৫ হাজার টাকার বিনিময়ে ধারালো হেস্কোব্লেড দিয়ে আফতাব উদ্দিন গংদের সহযোগিতায় মুশাহিদ আলীর হাতে পরানো হাতকড়াটি কেটে ফেলে। আজ ভোরে অটোরিক্সাযোগে পুলিশের হাত থেকে গ্রেফতার এড়াতে পালিয়ে যাওয়ার সময় মুশাহিদ আলীসহ তার ৫ সহযোগীকে গ্রেফতার করা হয়। থানার ওসি (তদন্ত) গোলাম মর্তুজা জানিয়েছেন, গ্রেফতারকৃতদের পুলিশ এ্যাসল্ট মামলার আসামী করা হয়েছে। তবে পুলিশ হাতকড়াসহ পলাতক আসামীকে গ্রেফতার করতে পারলেও হাতকড়াটি এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়