রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের পোস্টার, ফেস্টুন, ব্যানার ছিড়ে ফেলা ও পুড়িয়ে দেয়ার পাল্টা পাল্টি অভিযোগ তুলেছেন মেয়র পদের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন ও মোসাদ্দেক হোসেন বুলবুল।
বুধবার তারা গণসংযোগকালে সাংবাদিকদের কাছে পাল্টা পাল্টি অভিযোগ তুলে আচারণ বিধি লংঘন ও পোস্টার, ফেস্টন, ব্যানার ছিড়ে ফেলা ও পুড়িয়ে দেয়ার কঠোর ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছেন। এ ব্যাপারে লিখিত অভিযোগ দেয়া হবে বলেও তারা জানান।
বুধবার সকালে নগরীর গোরহাঙ্গা বস্তি এলাকা থেকে গণসংযোগ শুরু করেন মহাজোটপন্থী নাগরিক কমিটির সমর্থীত মেয়র প্রার্থী আওয়ামী লীগ নেতা এএইচএম খায়রুজ্জামান লিটন। এসময় তিনি সাংবাদিকদের দেয়া স্বাক্ষাতকারে বলেন, মঙ্গলবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন এলাকায় প্রতিপক্ষের সমর্থকরা তালা প্রতীকের ডিস্প্রে বোড, ব্যানার, ফেস্টন ও পোস্টার ছিড়ে ফেলা হয়েছে। যা নির্বাচনী আচারণ বিধি লংঘন। এ ব্যাপারে কঠর ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানান তিনি। একই সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত করতে পারে এমন কর্মকান্ড প্রতিহত করার জন্য নগরবাসীর প্রতিও আহবান জানান মেয়র প্রার্থী লিটন।
অপরদিকে, সকালে টিকাপাড়া এলাকা থেকে গণসংযোগ শুরু করেন ১৮ দলীয় জোটপন্থী সম্মিলিত নাগরিক ফোরামের সমর্থীত মেয়র প্রার্থী বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল। এসময় তিনি একই ধরণের অভিযোগ এনে সাংবাদিকদের বলেন, মঙ্গলবার দিবাগত রাতে বিভিন্ন এলাকায় প্রতিপক্ষের লোকজন তার বেশ কিছু পোস্টার, ফেস্টন ও ব্যানার ছিড়ে ফেলা ও পুড়িয়ে দেয়া হয়েছে। এ সব ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করে দ্রুত তাদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।(ডিনিউজ)
খবর বিভাগঃ
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়