Wednesday, June 12

মাস্টার প্লান অনুযায়ী রংপুরের উন্নয়ন করা হবে : সিটি মেয়র

রংপুর: রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দিন আহমেদ ঝন্টু বলেছেন, মাস্টার প্লান অনুযায়ী রংপুরের উন্নয়ন করা হবে। এজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহন করা হবে। জিটিভি’র ২য় বর্ষে পদার্পণ উপলক্ষে বুধবার সকালে রংপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
বিশিষ্ট সমাজসেবী শিশু বিশেষজ্ঞ ডাঃ ইউসুফ আহমেদের সভাপতিত্বে জিটিভি’র রংপুর প্রতিনিধি ও দৈনিক ইত্তেফাকের রংপুর অফিস প্রধান ওয়াদুদ আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রংপুর জেলা ইউনিট কমান্ডের কমান্ডার মোছাদ্দেক হোসেন বাবলু, মুক্তিযোদ্ধা আকবর হোসেন। প্রধান অতিথির বক্তব্যে ঝন্টু আরও বলেন, রংপুরের রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, পানি সরবরাহ, স্যানিটেশন, ড্রেনেজ ও বর্জ ব্যবস্থাপনাসহ নগর পরিকল্পনা মাস্টার প্লান অনুযায়ী করা হবে। এজন্য তিনি রংপুরবাসীর সহযোগিতা কামনা করেন। জিটিভির ২য় বর্ষে পদার্পন উপলক্ষে তিনি বলেন, জিটিভি রংপুরের অবহেলিত মানুষের পক্ষে কাজ করে যাবে এবং ভাল কাজ ও মন্দ কাজ দু’টিই তুলে ধরবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এটিএন বাংলা ও এটিএন নিউজের রংপুর প্রতিনিধি মাহবুবুল ইসলাম, দৈনিক সংবাদ ও একুশে টিভির প্রতিনিধি লিয়াকত আলী বাদল, বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি ও প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আফতাব হোসেন, চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার মেরিনা লাভলী, রংপুর রির্পোর্টাস ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি রবিউল ইসলাম সরকার বাবলু, সিটি কর্পোরেশনের কাউন্সিলার সুলতান আহমেদ, সংস্কৃতি কর্মী আবু লায়েক খান তোতা, মকছুদার রহমান মুকুল, নারী নেত্রী দিলারা হোসেন দুলালী, মানবকণ্ঠের প্রতিনিধি মহিউদ্দিন মকদুমী, রংপুর চিত্রের স্টাফ রিপোর্টার এসএম পিয়াল প্রমুখ। বক্তারা জিটিভি’র বিভিন্ন অনুষ্ঠানের মানের প্রশংসা করে বলেন, এই চ্যানেলটি ১ বছরের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। রংপুরের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র তুলে ধরার জন্য জিটিভির প্রতি আহ্বান জানান তারা। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথিরা রংপুরের প্রবীণ সাংবাদিক ডেইলি ইন্ডিপেনডেন্ট প্রতিনিধি আব্দুস সাহেদ মন্টুকে সঙ্গে নিয়ে জিটিভি’র ২য় বর্ষে পদার্পণের কেক কাটেন। উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে রংপুরে জিটিভি’র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। অনুষ্ঠানে চ্যানেল ২৪’র রংপুর ব্যুরো চীফ জুয়েল আহমেদ, এসএ টেলিভিশনের স্টাফ রির্পোর্টার রেজাউল ইসলাম বাবু প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিটিভির রংপুর প্রতিনিধি ওয়াদুদ আলীকে ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক মহল, বুদ্ধিজীবীসহ জিটিভির নিয়মিত দর্শক-স্রোতারা উপস্থিত ছিলেন। (ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়