Wednesday, June 12

সুন্দরবনে কোষ্টগার্ড-বনদস্যু বন্দুকযুদ্ধ : আগ্নেয়াস্ত্র উদ্ধার


বাগেরহাট : সুন্দরবনের গেওয়াখালী এলাকায় বুধবার ভোরে কোষ্টগাডের সাথে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। দীর্ঘ দুই ঘন্টা বন্দুক যুদ্ধের পর বনদস্যুরা পালিয়ে গেলে কোষ্টগার্ড বনের ভিতর তাল¬াসি করে ৭ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। তবে এ সময়ে কোন বনদস্যুকে আটক করতে পারেনি। এই বন্দুক যুদ্ধের সময়ে কোন বনদস্যু হতাহত হয়েছে কিনা তা জানাযায় নি। 
কোষ্টগার্ড  মংলাস্থ পশ্চিমজোনের লে. কমান্ডার এম মুফতি মাহমুদ খান জানান, কোষ্টগার্ড সদস্যরা সুন্দরবনে গহীন অরন্যে টহল দেওয়ার সময়ে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর অবস্থান সনাক্ত করে। পরে সেখানে অভিযান চলালে বনদস্যুরা কোষ্টগার্ডের উপর গুলি ছোড়ে। এ সময়ে কোষ্টগার্ড পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে বনদুস্যরা বনের গহীনে পালিয়ে গেলে কোষ্টগার্ড বনের গেওয়াখালী এলাকায় তাল¬াশি অভিযান চালিয়ে ৬ টি বন্দুক, ১ টি শর্ট গান, ৭ টি ধারালো অস্ত্র, ৫ টি মোবাইল ও ২শ রাউন্ড গুলি উদ্ধার করে। উদ্ধারকৃত মালামাল সংশি¬ষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে কোষ্টগার্ড জানায়। 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়