Tuesday, June 25

গসিক নির্বাচন : অধ্যাপক মান্নানের ১১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

গাজীপুর : আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ১৮ দলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থী অধ্যাপক এমএ মান্নান নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। 

মঙ্গলবার জেলা শহরের জয়দেবপুর- শিমুলতলী সড়কের একটি কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে ১১ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন তিনি। এ সময় বিএনপির কেন্দ্রীয়, স্থানীয় ও ১৮ দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণায় অধ্যাপক এমএ মান্নান বলেন, গাজীপুর মহানগরীকে স্বাধীন ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে “সিটি গভর্ণমেন্ট ব্যবস্থা” প্রবর্তনের উদ্যোগ গ্রহণ করা হবে। সমাজের সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করে অভিজ্ঞ ও বিশিষ্টজনের সমন্বয়ে “পরামর্শক কমিটি” গঠনের মাধ্যমে মহানগরের সার্বিক উন্নয়নের লক্ষে স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন পূর্বক গাজীপুর সিটি কর্পোরেশনকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তুলব।

নাগরিক সনদ ব্যবস্থা (সিটিজেন চার্টার) জোরদার করে কর্পোরেশনের সার্বিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে গাজীপুর মহানগরকে সত্যিকারভাবে জনগণের “সেবা প্রদানকারী প্রতিষ্ঠান” হিসেবে গড়ে তোলা হবে।

১১ দফা ইশতেহারের মধ্যে রয়েছে, মহানগরের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের সুবিধার্থে আধুনিক তথ্য প্রযুক্তিনির্ভর একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, নতুন প্রজন্মের বিনোদন ও প্রযুক্তিগত সুবিধা প্রাপ্তির লক্ষ্যে মহানগরের গুরুত্বপূর্ণ এলাকা সমূহে আইটি ভিলেজ স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের ব্যবস্থা, বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে নগরীর বেকার যুবক-যুবতীদের পর্যাপ্ত কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, স্বাস্থ্য ও চিকিৎসা সেবার জন্য নতুন হাসপাতাল স্থাপন, নগরীর শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ এলাকার জন্য আধুনিক ফায়ার সার্ভিস ইউনিট স্থাপন করা হবে, খাদ্যের মান নিয়ন্ত্রণে নিয়মিত ভ্রাম্যমান আদালতের কার্যক্রম পরিচালনা, মশা নিধনে মশার প্রজননক্ষেত্রগুলো ধ্বংস করে নগরীর বিভিন্ন ডোবা-নালা ও ভাগাড়সমূহ নিয়মিত পরিস্কার, নগরীর জনবহুল স্থান এবং বিভিন্ন বাস স্টপেজ সমূহে পুরুষ ও মহিলাদের জন্য পর্যাপ্ত গণশৌচাগার স্থাপন এবং নগরীর পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনার জন্য ড্রেনেজ-স্যুয়েরেজ ব্যবস্থা গড়ে তোলা এবং নগরীর প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে পাঠাগার স্থাপন করা হবে।

ইশতেহার পাঠের আগে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আসম হান্নান শাহ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান, দলের সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, দলের নির্বাহী কমিটির সদস্য ও অধ্যাপক এমএ মান্নানের নির্বাচনের প্রধান সমন্বয়কারী সাবেক এমপি হাসান উদ্দিন সরকার, বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, সাবেক এমপি ডাঃ দেওয়ান সালাহ উদ্দিন, জেলা জামায়াতের আমীর মাওলানা আবুল হাসেম খান নেতৃবৃন্দ।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়