বৃহস্পতিবার সকালে মহানগর হাকিম শামসুল আরেফিন ও মাহবুবুর রহমানের আদালতে উপস্থিত হন তিনি।
মির্জা ফখরুলের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলাগুলোর মধ্যে পল্টন থানার ১টি ও রমনা থানার দু’টি মামলা রয়েছে।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর সন্ধ্যা ছ’টায় নয়াপল্টনে বিএনপি কার্যালয় থেকে গ্রেফতার হন ফখরুল। পরে হাইকোর্ট থেকে জামিন পেয়ে ৫ ফেব্রুয়ারি কাশিমপুর কারাগার থেকে ছাড়া পান তিনি।
গত ৭ এপ্রিল মির্জা ফখরুলসহ বিএনপির শীর্ষ নেতারা পৃথক ৭টি মামলায় ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।
৫ মে মির্জা ফখরুলের ৬ মাসের জামিন মঞ্জুর করেন হাইকোর্ট। ৬ মে তিনি কারাগার থেকে মুক্তি পান।(ডিনিউজ)
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়