নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলা আ’লীগের সিনিয়র নেতা ওলিউর রহমানের উপর জামায়াত শিবিরের নেতাকর্মী কর্তৃক হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলার প্রতিবাদে কানাইঘাট গাছবাড়ী বাজারে মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় আ’লীগ। গত শনিবার বিকাল ৫টায় দলীয় নেতাকর্মী ও এলাকার সর্বস্তরের লোকজনের অংশগ্রহণে এক বিরাট মিছিল বের হয় বাজারে। মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে আ’লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা ছাত্রলীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক শাহরিয়ার বখত সাজু ও উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হামজা হেলালের যৌথ পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক। বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, যুগ্ম আহবায়ক এড. আব্দুস সাত্তার, উপজেলা আ’লীগ নেতা জুবায়ের চৌধুরী, আব্দুল মালিক, জালাল উদ্দিন, হেলাল আহমদ, আলা উদ্দিন মেম্বার, ফারুক আহমদ,মাহমুদ হোসেন, মাষ্টার আব্দুল মালিক, আব্দুল কুদ্দুস, আজিজুর রহমান মেম্বার, আবুল হারিছ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন, যুবলীগ নেতা জিয়া উদ্দিন, আব্দুল লতিফ, মামুন, নিজাম, ছাত্রলীগ নেতা হারুনুর রশিদ, ডালিম, আজাদ, আবু যহর, আব্দুল্লাহ, মিছবাহ, জয়নাল, এনাম,আলতাফ হুসেন,মুনতাছির,শিবলূ প্রমুখ। সভায় বক্তারা আ’লীগ নেতা ওলিউর রহমানের উপর হামলাকারী জামায়াত শিবিরের সন্ত্রাসীদের গ্রেফতার করে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের প্রতি জোর দাবী জানান এবং সেই সাথে বক্তারা কানাইঘাটের আর কোন আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা হলে তার দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়