স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, দেশের জনগণ বিএনপির আন্দোলনের হুমকিতে ভয় পায় না। সরকার প্রয়োজনে কঠোর হবে।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ঢাকা মহানগর বঙ্গবন্ধু একাডেমীর উদ্যোগে আইভী রহমানের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় মন্ত্রী বলেন, বিএনপির হুমকিতে বাংলার মানুষ ভয় পায় না। প্রয়োজনে তাদের কঠোর হস্তে দমন করে দেশের উন্নয়নে এগিয়ে যেতে হবে।
এদিকে বিএনপি গত কিছুদিন ধরে বলে আসছে, আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে করার দাবিতে ঈদের পর কঠোর কর্মসূচি দেবে তারা। আন্দোলনের কর্মসূচি চূড়ান্ত করতে গতকাল রোববার রাতেই দলের নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণ গর্জে উঠে যখন বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেবে- তখন কেউ তাদের রেহাই দিতে পারবে না। বিএনপির �কাঁধে চেপে� যুদ্ধাপরাধীরা আর যাতে জাতীয় পতাকা না ওড়াতে পারে- সেজন্য সবাইকে ঐক্যবন্ধ থাকারও আহ্বান জানান তিনি।
শিগগিরই ২১ অগাস্ট গ্রেনেড হামলার বিচার হবে- এমন আশা প্রকাশ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ১৯৭৫ সালের ১৫ অগাস্ট এবং ২০০৪ সালের ২১ অগাস্ট হামলার দুই অপশক্তি এক ও অভিন্ন।
বঙ্গবন্ধু এভিনিউয়ে সেই গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভী রহমানসহ অন্তত ২৪ জন নিহত হন।
সভায় আইভী রহমানের রাজনৈতিক জীবন এবং বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বঙ্গবন্ধু একাডেমীর উপদেষ্টা মুজিবুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন পল্টু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দীন মিয়া বক্তব্য দেন। খবর:-ফেয়ার নিউজ
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ঢাকা মহানগর বঙ্গবন্ধু একাডেমীর উদ্যোগে আইভী রহমানের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় মন্ত্রী বলেন, বিএনপির হুমকিতে বাংলার মানুষ ভয় পায় না। প্রয়োজনে তাদের কঠোর হস্তে দমন করে দেশের উন্নয়নে এগিয়ে যেতে হবে।
এদিকে বিএনপি গত কিছুদিন ধরে বলে আসছে, আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে করার দাবিতে ঈদের পর কঠোর কর্মসূচি দেবে তারা। আন্দোলনের কর্মসূচি চূড়ান্ত করতে গতকাল রোববার রাতেই দলের নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণ গর্জে উঠে যখন বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেবে- তখন কেউ তাদের রেহাই দিতে পারবে না। বিএনপির �কাঁধে চেপে� যুদ্ধাপরাধীরা আর যাতে জাতীয় পতাকা না ওড়াতে পারে- সেজন্য সবাইকে ঐক্যবন্ধ থাকারও আহ্বান জানান তিনি।
শিগগিরই ২১ অগাস্ট গ্রেনেড হামলার বিচার হবে- এমন আশা প্রকাশ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ১৯৭৫ সালের ১৫ অগাস্ট এবং ২০০৪ সালের ২১ অগাস্ট হামলার দুই অপশক্তি এক ও অভিন্ন।
বঙ্গবন্ধু এভিনিউয়ে সেই গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভী রহমানসহ অন্তত ২৪ জন নিহত হন।
সভায় আইভী রহমানের রাজনৈতিক জীবন এবং বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বঙ্গবন্ধু একাডেমীর উপদেষ্টা মুজিবুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন পল্টু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দীন মিয়া বক্তব্য দেন। খবর:-ফেয়ার নিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়