Sunday, August 26

কানাইঘাটের সীমান্ত দিয়ে চোরাই পথে আসছে ভারতীয় কাঠ

নিজাম উদ্দিন/কাওছার আহমদঃ

সিলেটের সীমান্তবর্তী উপজেলা কানাইঘাটের একাধিক স্পট দিয়ে ভারতের মেঘালয় রাজ্য থেকে চোরাই পথে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার ভারতীয় বিভিন্ন প্রজাতির গাছের কাঠ বাংলাদেশে প্রবেশ করছে। কানাইঘাটের একটি শক্তিশালী চোরাকারবারী চক্র কয়েকজন কাঠ ব্যবসায়ীর সাথে আতাঁত করে সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে এসব কাঠ চোরাই পথে কানাইঘাটে নিয়ে আসছে। কানাইঘাটের সীমান্তবর্তী সুরাই নদী, কালিজুরী, নূন নদী, লালাখাল, সিঙ্গারীপার, সোনাতনপুঞ্জি ও লোভাছড়া দিয়ে সড়ক ও নদীপথে প্রতিদিন রাতের আঁধারে ভারতীয় কাঠ দেদারসে বাংলাদেশে প্রবেশ করছে। ভারতীয় কাঠের ব্যাপক চাহিদা থাকায় এর সাথে জড়িত স্থানীয় কাঠ ব্যবসায়ীরা চড়া দামে এসব কাঠ রাতের আঁধারে সিলেটের বিভিন্ন উপজেলাসহ অন্যান্য জেলায় বিক্রি করে থাকেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, স্থানীয় বিট অফিস ও সুরইঘাট বিজিবি ক্যাম্পের জোয়ানদের সাথে কাঠ ব্যবসায়ীরা আঁতাত করে মাসোহারার মাধ্যমে ভারত থেকে কাঠ এনে থাকেন। আবার কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, শুধু সীমান্ত ক্যাম্প নয় থানা প্রশাসনকেও ম্যানেজ করে তারা ভারতীয় কাঠের ব্যবসা করছেন। একাধিক দেশীয় কাঠ ব্যবসায়ী জানিয়েছেন তারা সরকারকে রাজস্ব দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেশীয় কাঠ ক্রয় করে ব্যবসা করলেও কয়েকজন অসাধু কাঠব্যবসায়ী চোরাচালানীর মাধ্যমে ভারত থেকে কাঠ এনে বাজারে সরবরাহ করায় তারা ব্যবসায়িক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ভারতীয় কাঠের কাছে দেশীয় কাঠের চাহিদা দিন দিন কমে যাচ্ছে বলেও জানান তারা। বিভিন্ন তথ্যসূত্রে জানা গেছে, ভারতীয় কাঠ ব্যবসার সাথে জড়িত রয়েছেন স্থানীয় ইউপি সদস্য ইসলাম উদ্দিন, আনোয়ার মেম্বার, হেলাল আহমদ ও বেলজিয়াম মোল্লাসহ বেশ কয়েকজনের একটি সিন্ডিকেট চক্র। ভারতীয় যে সব কাঠ সীমান্তবর্তী এলাকা দিয়ে আসছে তার মধ্যে সুন্দি, গামাইর, শীলকরই, রামডালা, চাকারশি প্রভৃতি মূল্যবান কাঠ রয়েছে। এ ব্যাপারে, উপজেলা বিট কর্মকর্তা আব্দুল খালিকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কানাইঘাটে আমি সদ্য যোগদান করেছি। সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় কাঠ আসছে বলে আমার জানা নেই। ভারত থেকে অবৈধ পথে কাঠের চোরাচালান ব্যবসার সাথে কেউ জড়িত আছে এমন সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সুরইঘাট বিজিবি ক্যাম্প কমান্ডারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সীমান্ত এলাকা দিয়ে কাঠ চোরাচালানের বিষয়টি অস্বীকার করেন। স্থানীয় লোকজন সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতীয় কাঠ চোরাচালানী বন্ধে সীমান্তরী বিজিবি জোয়ান ও টাস্কফোর্সের নজরদারী বৃদ্ধির দাবী জানিয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়