বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক জাতীয় সংসদের আগামী অধিবেশনেই নির্দলীয় সরকারের বিল উত্থাপনের দাবি জানিয়েছেন।রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে ফারুক বলেন, ১৯৯৬ সালের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিই নির্দলীয় সরকারের রূপরেখা। নতুন কোনো রূপরেখা নেই। তাই সরকারকে বলব, আর সময়ক্ষেপন না করে অস্থিতিশীল রাজনীতি থেকে দেশকে মুক্ত করতে আগামী ৪ সেপ্টেম্বর শুরু হওয়া সংসদ অধিবেশনে নির্দলীয় সরকারের বিল নিয়ে আসুন। তা না হলে আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকার ব্যবস্থা মানতে সরকারকে বাধ্য করা হবে বলে হুশিয়ারি দেন তিনি।
আগামী ৪ সেপ্টেম্বর সংসদের অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।
জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক একাডেমীর উদ্যোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে এই অবস্থান কর্মসূচির আয়োজন হয়।
সরকার একের পর এক সংকট সৃষ্টি করছে দাবি করে দলীয় প্রধান হুইপ বলেন, সাড়ে তিন বছরে তারা গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছে। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি করে দেশের কপালে সরকার যে কলঙ্ক লেপন করেছে, তা কেবল সৈয়দ আবুল হোসেনের পদত্যাগে মুছবে না। জয়নুল আবদিন ফারুক বলেন, এভাবে পুলিশ ও র্যাব দিয়ে বিএনপিকে আন্দোলন থেকে দূরে রাখা যাবে না। মিথ্যা মামলা দায়ের করে বিরোধী দলের নেতা-কর্মীদের নির্যাতন করা হচ্ছে বলে তিনি সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন। অবিলম্বে দলের নেতা তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।
গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ জারির সমালোচনা করে ফারুক বলেন, নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অপমান করতেই সরকার আইন সংশোধন করেছে। সরকারের এই উদ্যোগ বিশ্ববাসীর কাছে কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে।�
সংগঠনের সভাপতি হুমায়ুন কবির ব্যাপারীর সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে অন্যান্যের মধ্যে জাতীয়তাবাদী বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও যুব দল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, লেবার পার্টির সভাপতি মুস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, হৃদয় বাংলাদেশ-এর সভাপতি মো. হানিফ প্রমুখ বক্তব্য রাখেন।খবর:-ফেয়ার নিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়