কানাইঘাট নিউজ ডেস্ক ::
জকিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন কাজে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে শাহ মো: ফয়ছল চৌধুরী কল্যাণ ট্রাস্ট। ট্রাস্টের চেয়ারম্যান শাহ মো: ফয়ছল চৌধুরীর পক্ষ থেকে বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
২০১৪ সালে প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষা উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে ধারাবাহিক ভূমিকা রেখে চলেছে শাহ মো: ফয়ছল চৌধুরী কল্যাণ ট্রাস্ট। জকিগঞ্জ উপজেলায় শিক্ষা ও মানবিক কার্যক্রমে ট্রাস্টটি ইতোমধ্যে একটি পরিচিত ও আস্থার নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। স্থানীয়দের মতে, ট্রাস্টের চেয়ারম্যান শাহ মো: ফয়ছল চৌধুরী একজন মানবিক ও সমাজসচেতন ব্যক্তি, যিনি ধর্ম ও বর্ণ নির্বিশেষে সাধ্যমতো সকলের পাশে দাঁড়ান।
বিভিন্ন সামাজিক কার্যক্রমের ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন কাজে সহায়তা হিসেবে ট্রাস্টের চেয়ারম্যানের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করেন ট্রাস্টের সচিব ডা: সাদিক আহমদ তাপাদার।
এসময় উপস্থিত ছিলেন বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ফয়জুল ইসলাম চৌধুরী, প্রধান শিক্ষক মোস্তাক আহমদ চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক খালেদ আহমদ খাঁনসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। উপস্থিত শিক্ষকদের মধ্যে ছিলেন— জয়নাল আবেদীন চৌধুরী, শুভ্রত চন্দ্র পাল, আব্দুল মালিক, শাহিনুর রহমান, কামরান রশীদ, বাবুল আক্তার, রফিকুল ইসলাম, স্বপ্না রানী রায়, শাহিনুল ইসলাম, শুভেন্দ্র চন্দ্র পাল, সবুজ হোসেন, বুলবুল আহমদ, সাঈদ আহমদ, রুজেল আচার্য্য, সাদিয়া হক ও সাহেনা আক্তার চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের প্রিন্সিপাল সাইফুর রহমান, বারহাল ছাত্র পরিষদের সভাপতি শাহিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ হোসাইন আহমদ এবং অফিস সম্পাদক শাহরিয়ার রহমান চৌধুরী।
উপস্থিত শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই সহায়তাকে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং শিক্ষা ও মানবিক উন্নয়নে অবদানের জন্য শাহ মো: ফয়ছল চৌধুরী কল্যাণ ট্রাস্টের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়