নিজস্ব প্রতিবেদক:
নির্বাচনকে সামনে রেখে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সিলেটের কানাইঘাট উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযান জোরদার করা হয়েছে। এ অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী, নিয়মিত মামলার আসামি এবং চিহ্নিত অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে কানাইঘাট সদর ইউনিয়নের বীরদল লক্ষীপুর গ্রামে অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুনেদ হাসান জীবানকে গ্রেফতার করে থানা পুলিশ।
অপরদিকে, সিলেট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহযোগিতায় শনিবার (৩ জানুয়ারি) দুপুরে সিলেট শহর থেকে নিষিদ্ধ ঘোষিত কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মারুফ আহমদকে গ্রেফতার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী ও থানা পুলিশের টানা অভিযানের কারণে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী গ্রেফতারের ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে জানা গেছে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ইতিমধ্যে গ্রেফতারকৃত প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে। তিনি আরও বলেন, “ডেভিল হান্ট ফেজ-২” এর আওতায় চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়