নিজস্ব প্রতিবেদক::
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। ঋণ খেলাপির অভিযোগে জাতীয় পার্টির প্রার্থী মো. সাইফুদ্দিন খালেদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে বাকি পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
শনিবার (৩ জানুয়ারি) ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং অফিসার এ সিদ্ধান্ত জানান। এ আসনে মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও যাচাই শেষে একজনের মনোনয়ন বাতিল হয়। বৈধ মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা হলেন-বিএনপি সমমনা জোট মনোনীত প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক,স্বতন্ত্র প্রার্থী ও সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশিদ (মামুন),জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ও সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর হাফিজ মাওলানা আনওয়ার হোসেন খান,বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা মুফতি আবুল হাসান,এবং মুসলিম লীগের মনোনীত প্রার্থী মাওলানা বিলাল উদ্দিন।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার মধ্য দিয়ে সিলেট-৫ আসনে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও নির্বাচনী তৎপরতা। স্থানীয় পর্যায়ে প্রার্থীদের প্রচারণা ও সাংগঠনিক প্রস্তুতি জোরদার হতে শুরু করেছে।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়