Tuesday, January 13

কানাইঘাটে অবৈধভাবে পাথর পরিবহণের সময় দুইজন গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক:

কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন ও পরিবহণকালে ট্রাক্টরভর্তি পাথরসহ দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার (১৩ জানুয়ারি) গ্রেফতারকৃত দুইজনকে আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়নের চরিপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের পুত্র মিজানুর রশিদ এবং মৃত নুর উদ্দিনের পুত্র এখলিম হোসেন।

থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাতের গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট থানা পুলিশের একটি দল চরিপাড়া লোভামুখ বাজার ঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ট্রাক্টরভর্তি আনুমানিক ৫০ ঘনফুট পাথরসহ ওই দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) দুর্গা কুমার দেব বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, যদিও পুলিশ মাঝেমধ্যে অবৈধ পাথর পরিবহণের বিরুদ্ধে অভিযান চালিয়ে পাথর জব্দ করছে, তবে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে বন্ধ থাকা লোভাছড়া পাথর কোয়ারী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে আসছে। চক্রটি ট্রাক ও ট্রাক্টরযোগে পুলিশের চোখ ফাঁকি দিয়ে নিয়মিতভাবে পাথর পরিবহণ করছে বলে অভিযোগ রয়েছে।

এছাড়া অবৈধভাবে উত্তোলিত এসব পাথর চরিপাড়া সুরমা নদীর ঘাট, আন্দুরমুখ বাজার, উজানফৌদ সুরমা নদীর ঘাট, মন্তাজগঞ্জ, দনা সুরমা বাজার এবং জকিগঞ্জের আটগ্রাম বাজার ঘাটসহ বিভিন্ন স্থানে মজুদ করে সম্পূর্ণ অবৈধভাবে বিক্রি করা হচ্ছে বলেও জানা গেছে।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল অবৈধ পাথর উত্তোলন ও পরিবহণ বন্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়