কানাইঘাট নিউজ ডেস্ক :
সিলেট-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সিলেট জেলা বিএনপির সাবেক প্রথম সহ-সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন) বলেছেন, জনগণের অধিকার আদায়ের সংগ্রাম থেকে তাকে কেউ সরাতে পারবে না। তিনি বলেন, জকিগঞ্জ-কানাইঘাট এলাকার উন্নয়নের লক্ষ্যে দীর্ঘদিন ধরে তিনি আন্দোলন-সংগ্রাম করে যাচ্ছেন। দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ তাকে সহযোগিতা করে আসছেন। এবারের নির্বাচনকে তিনি জনগণের অধিকার আদায়ের আন্দোলন হিসেবে গ্রহণ করেছেন। কোনো ধরনের ষড়যন্ত্র এই উন্নয়ন ও অধিকার আদায়ের আন্দোলনকে থামাতে পারবে না।
মঙ্গলবার( ১৩ জানুয়ারি) বাদ মাগরিব কানাইঘাট উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এদিন তিনি উপজেলার ঝিঙ্গাবাড়ি মোড়া, বোরহান উদ্দিন বাজার, ফাগু, ফালজুড়, কাপ্তানপুরসহ বেশ কয়েকটি এলাকায় গণসংযোগ ও পথসভা করেন।
ঝিঙ্গাবাড়ি মোড়ায় অনুষ্ঠিত পথসভায় ফারুক আহমদের সভাপতিত্বে এবং যুবনেতা বাহার উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন এলাকার বিশিষ্ট মুরব্বি তাজ উদ্দিন, শামীম আহমদ, মকবুল মিয়া, সাদেক হোসেন, জাকারিয়া আহমদ, রুহেল মিনহাজ উদ্দিন, জসিম উদ্দিনসহ অন্যান্যরা।
অন্যান্য পথসভায় বক্তব্য দেন এবং উপস্থিত ছিলেন হাজী মতছির আলী, আব্দুর রহমান হাজী, বুলবুল আহমদ, তাজ উদ্দিন, সমছুদ্দিন, বুলবুল, এবাদুর রহমান, যুবনেতা মাসুম আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়