Tuesday, January 23

কানাইঘাটে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক বিতরণ


নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে কানাইঘাটে ক্যান্সারে আক্রান্ত রোগীদের হাতে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার(২৩ জানুয়ারি)  বিকেলে ক্যান্সারে আক্রান্ত রোগীদের বাড়ি বাড়ি গিয়ে চেক হস্তান্তর করেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ। এরমধ্যে সদর ইউনিয়নের জন্তিপুর গ্রামের ক্যান্সার আক্রান্ত জসিম উদ্দিনের হাতে ৩০ হাজার ও বীরদল গ্রামের গিয়াস উদ্দিনের হাতে নগদ একলক্ষ টাকার চেক তুলে দেন মস্তাক আহমদ পলাশ। 

এ সময় উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মামুন আহমদ, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জুনেদ হাসান জীবান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মারুফ আহমদ, যুবলীগ নেতা আব্দুশ শহিদ সহ আরো অনেকে ।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়