Saturday, December 2

কর্মশালায় যোগ দিতে কাজাখস্তান গেলেন পলাশ


নিজস্ব প্রতিবেদক ::

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের সদস্য আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ রেডক্রিসেন্টের আর্ন্তজাতিক কর্মশালায় যোগ দিতে কাজাখস্তানের উদ্দ্যেশে রওয়ানা হয়েছেন।

জানা যায়, জার্মান রেডক্রসের ব্যবস্থাপনায় কাজাখস্তান এর আলমাটিতে ৪ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত আর্ন্তজাতিক কর্মশালা এশিয়া প্যাসিফিক-ইউরোপ স্টকটেকিং ওয়ার্কশপ-২০২৩ অনুষ্ঠিত হবে। উক্ত কর্মশালায় যোগদিতে শনিবার(২ ডিসেম্বর)  বিকাল সাড়ে ৪টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের অন্যতম সদস্য আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ কাজাখস্তানের উদ্দেশ্যে রওয়ানা দেন।  
৪ দিনের এ আন্তর্জাতিক কর্মসূচীতে ব্যবস্থাপনা পর্ষদের সদস্য মস্তাক আহমদ পলাশের নেতৃত্বে ১২ সদসস্যের একটি দল বাংলাদেশ থেকে অংশগ্রহণ করছে। এর মধ্যে রয়েছেন ডেনিস রেডক্রসের প্রতিনিধি, সুইডিস রেডক্রস এর প্রতিনিধি, আইএফআরসি এর প্রতিনিধি এবং বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়