Sunday, November 26

সিলেট-৫ আসনে মনোনয়ন পেলেন মাসুক উদ্দিন
কানাইঘাট নিউজ ডেস্ক:

সিলেট-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন মাসুক উদ্দিন আহমেদ। 

রবিবার (২৬ নভেম্বর) এ তথ্য প্রকাশ করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ।

সিলেট-৫ আসনে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন হাফিজ আহমদ মজুমদার। সেবার চারদলীয় জোটপ্রার্থীকে হারিয়ে বিজয়ী হন তিনি। দশম জাতীয় সংসদ নির্বাচনে আসনটি জোটের সঙ্গে ভাগাভাগি করলে বিজয়ী হন জাতীয় পার্টির সেলিম উদ্দিন। একাদশ সংসদ নির্বাচনে ফের আসনটিতে বিজয়ী হন হাফিজ মজুমদার। তবে আবার এই আসনে নতুন মুখ হিসেবে মনোনয়ন পেয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুক উদ্দিন আহমেদ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়