Tuesday, February 1

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসায় নতুন অধ্যক্ষ কানাইঘাটের মাহমুদুল হাসান


কানাইঘাট নিউজ ডেস্ক :

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসায় নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর মুহাম্মদ মাহমুদুল হাসান।

রবিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে তাকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়।

সোমবার (৩১ শে জানুয়ারি) তিনি কর্মস্থলে যোগদান করেন।

এতে উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত সাবেক প্রিন্সিপাল প্রফেসর ড. ইকবাল মাহমুদ এবং এমসি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দ সহ প্রমুখ।

এসময় সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে পৃথক পৃথক ভাবে সংক্ষিপ্ত পরিচিতি ও মতবিনিময় করা হয়।


উল্লেখ্য, সিলেটের কানাইঘাট উপজেলার দর্পনগর গ্রামে জন্ম নেয়া প্রফেসর মুহাম্মদ মাহমুদুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা জীবন শেষ করে চতুর্দশ বিসিএস পরিক্ষায় সাধারণ শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হন। পরে সিলেট সরকারি কলেজে ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক হিসেবে ১৯৯৩ সালে সরকারি চাকরিতে যোগদান করেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে এমসি কলেজে সহকারী অধ্যাপক ও সহযোগী অধ্যাপক হিসাবে দায়িত্ব পালন করেন। সেখান থেকে পরবর্তীতে আবারও পদোন্নতি পেয়ে এমসি কলেজে ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান হয়ে যোগদান করেন। এছাড়াও তিনি বিভিন্ন কলেজ ও সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়