Friday, December 18

কানাইঘাটে বীরমুক্তিযোদ্ধা আনোয়ারুল হকের ৮ম মৃত্যুবার্ষিকী পালন


নিজস্ব প্রতিবেদক:  বাবুল ফাউন্ডেশনের উদ্যোগে কানাইঘাটের বীরমুক্তিযোদ্ধা আনোরুল হক চতুলীর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া-মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টায় কানাইঘাট চতুল ঈদগাহ বাজার সংলগ্ন পর্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়। পর্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সমাজসেবী নুরুল আম্বিয়ার সভাপতিত্বে ও মরহুম আনোয়ারুল হক চতুলীর ভাগ্না শামীম আহমদ বাদলের পরিচালনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বীরমুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সদস্য বীরমুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, বড়চতুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুবশ্বির আলী চাচাই, সাবেক ছাত্রনেতা ব্যাংকার মোঃ জাকারিয়া, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, কানাইঘাট নিউজের সম্পাদক মাহবুবুর রশিদ, যুবনেতা হাবিব উল্লাহ। উপস্থিত ছিলেন, সুহেল আহমদ, মাহবুব, আজমল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-উলামা, ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন। 

মরহুম বীরমুক্তিযোদ্ধা আনোয়ারুল হক চতুলীর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন চতুল ঈদগাহ কওমি মাদ্রাসার মুহতমিম মাও. আব্দুল হক চতুলী। স্মরণ সভায় বক্তারা বলেন, যুক্তরাষ্ট্র প্রবাসী আনোয়ারুল হক চতুলী ১৯৭১ সনের রনাঙ্গনের একজন সাহসী বীরমুক্তিযোদ্ধা ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এলাকার শিক্ষা-প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা সহ অসহায় দরিদ্রদের সহযোগিতা করে গিয়েছিলেন। জৈন্তা জেলা বাস্তবায়ন করার দাবিসহ কানাইঘাটের বিভিন্ন দাবি-দাওয়া আন্দোলনে অগ্রভাগে নেতৃত্বও দিয়েছিলেন বীরমুক্তিযোদ্ধা আনোয়ারুল হক চতুলী। তাকে এলাকাবাসী সব-সময় শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়