Wednesday, December 16

সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস পালিত


নিজস্ব প্রতিবেদক:

জাতির অবিসংবাদিত নেতা হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানেই স্বাধীন সার্বভৌম সোনার বাংলাদেশ। দেশের স্বাধীনতা সংগ্রাম সহ সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে মহান বিজয় দিবস উপলক্ষে সড়কের বাজর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, শাবিপ্রবির কলেজ পরিদর্শক ও বিদ্যালয়ের সভাপতি সাবেক ছাত্র নেতা এম তাজিম উদ্দিন।

সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অথিতির বক্তব্য দেন দিঘীরপার পূর্ব ইউপির চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের  সভাপতি আলী হোসেন কাজল,শাবিপ্রবির সহকারী প্রকৌশলী জয়নাল আহমদ চৌধুরী, সিলট উইমেনস মেডিকেল কলেজের সচিব সাংবাদিক আব্দুল হাই আল হাদী, মালিক নাহার মেমোরিয়াল একাডেমির অধ্যক্ষ মাসুক মিয়া,ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাসিত,সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি খাজা আজির উদ্দিন,সহকারী প্রধান শিক্ষক মতিউর রহমান, সহ শিক্ষক আব্দুল লতিফ, আব্দুন নুর।

এছাড়াও উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক মুসলিম উদ্দিন,ময়নুল হক,আব্দুল আহাদ,সাংবাদিক শাহীন আহমদ,দিঘীরপার পূর্ব ইউপির সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন,সহকারী শিক্ষক বদরুল হক, নাছিমা বেগম, মোসাররফ হোসেন,আকমল হোসেন,শিমুল আহমদ,লিটন পাল,লিটন প্রামাণিক, রতণ বিশ্বাস,জুনাইদ আহমদ সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়