Monday, March 23

এ যেন এক অচেনা কানাইঘাট !


নিজস্ব প্রতিবেদক :
সোমবার সন্ধ্যা ৬টা। তড়িঘড়ি করে ঘরমুখে ছুটছে মানুষ। রাস্তাঘাট ফাঁকা। যেন এক অজানা অাতংক  তাড়া করে উপজেলাবাসীকে। হঠাৎ করে পাল্টে যায় কানাইঘাটের চেহারা। চিরচেনা কানাইঘাট মুহূর্তেই কেমন যেন অচেনা হয়ে যায়। 


সোমবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কানাইঘাটের বিভিন্ন এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। সন্ধ্যার পর এমন সুনশান নীরবতা কানাইঘাটের মানুষ অাগে কখনো প্রত্যক্ষ করেনি।


উল্লেখ্য যে, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সিলেটের কানাইঘাট উপজেলার সকল হাট-বাজার, মার্কেট ও পাড়া-মহল্লায় খাবার ও ঔষধের দোকান ব্যাতিত সকল প্রকার দোকানপাট সন্ধ্যার পর বন্ধের নির্দেশ দেয় উপজেলা প্রশাসন।


দোকানপাট সন্ধ্যার মধ্যে বন্ধের ব্যাপারে সোমবার কানাইঘাটের বিভিন্ন  এলাকায় প্রশাসন,বাজার বণিক সমিতির পক্ষ থেকে মাইকিংও করা হয়।


প্রশাসনের এমন নির্দেশে বাজারের ব্যবসায়ীরা সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট বন্ধ করে বাসা-বাড়িতে চলে যান।অনেক ব্যবসায়ীকে সন্ধ্যার অাগে দোকান বন্ধ করে চলে যেতে দেখা গেছে।

কানাইঘাট নিউজ ডটকম / ২৩ মার্চ ২০২০


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়