Monday, February 3

শিক্ষিত বেকারদের দক্ষ জনশক্তি হিসেবে গড়তে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন: বুলবুল

কানাইঘাট নিউজ ডেস্ক:
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সোনার বাংলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার(২৮ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১০ টায় বুকিত বিনতাং তাজ রেষ্টুরেন্টে এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি তারেকুল ইসলাম মারুফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাউসার আহমদের পরিচালনায় প্রধান আলোচকের (কী নোটস স্পীকার) বক্তব্য দেন কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বর্তমান পত্রিকার সিলেট ব্যুরো প্রধান রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল।


বক্তব্য দেন সিলেট ডিভিশনাল এসোসিয়েশন মালয়েশিয়ার সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য দেন গোয়াইনঘাট প্রবাসী পরিষদের সিনিয়র সেক্রেটারি ও মালয়েশিয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য আমির উদ্দিন, ডিভিশনাল এসোসিয়েশন সিনিয়র সহ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক মাহবুবল হক, অর্থ সম্পাদক শিহাব উদ্দিন, সোনার বাংলা ওয়েলফেয়ার এসোসিয়েশন সদস্য আব্দুল করিম, তোফায়েল আহমদ, কায়কুবাদ আর জাবের, জাকির হোসেন, এমরান, শাহ নেওয়াজ, হুমায়ুন কবির প্রমুখ। 

প্রধান আলোচকের বক্তব্যে রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল বলেন, প্রবাসীরা সরকার ঘোষিত প্রণোদনার সুযোগ- সুবিধা নিয়ে দেশে শিল্প স্থাপন করে শিক্ষিত বেকারদের দক্ষ জনশক্তি হিসেবে গড়তে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। এতেই দেশের টেকসই উন্নয়ন হবে। গোল টেবিল বৈঠকে বক্তারা বলেন টেকশই উন্নয়নে প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য, কেননা প্রবাসীরাই দেশের উন্নয়নের চাবিকাঠি, যাদের শরীরের ঘামের উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশের অর্থনীতি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়