Saturday, February 1

রাত পোহালেই শুরু বীরদল আনোয়ারুল উলুম মাদ্রাসার দস্তারবন্দী সম্মেলন

কানাইঘাট নিউজ ডেস্ক:
কানাইঘাটের ইসলামি বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী বীরদল আনোয়ারুল উলুম মাদ্রাসার ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ২ দিনব্যাপী দস্তারবন্দী মহাসম্মেলন আগামীকাল ০২ ফেব্রুয়ারি  রবিবার থেকে শুরু হচ্ছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ইতিমধ্যে মহাসম্মেলন আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাত পোহালেই শুরু হচ্ছে কাঙ্ক্ষিত সম্মেলন।

সম্মেলনে উপস্থিত থাকবেন ভারত ও বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামা মাশায়েখ,বিভিন্ন রাজনৈতিক ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ ।

মহতি এ সম্মেলন সফলে সকলের উপস্থিতি,দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন মাদ্রাসার মুহতামিম ও সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা গোলাম ওয়াহিদ ও সম্মেলন বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা এহসানে এলাহী ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়