Monday, October 21

কানাইঘাটে র‌্যাবের হাতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিলেটের কানাইঘাটে ইয়াবা ও গাঁজাসহ রফিক আহমেদ (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। তিনি কানাইঘাটের সোনারতন পুঞ্জি, সুরইঘাট এলাকার মৃত মৌসাহিদ আলীর ছেলে।
রোববার (২০ অক্টোবর) বিকেল ৩ টায় কানাইঘাটের দূর্গাপুর সাকিনস্থ নজরুলের বাড়ির দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৩৬০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
পরে উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামীকে সিলেটের কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ সিলেটের (মিডিয়া অফিসার) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

সূত্র: সিলেট ভয়েস

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়