Sunday, July 7

সাত বছর পর একসঙ্গে তারা!

সাত বছর পর এক হলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি ও অভিনেত্রী নাসরিন। এর আগে, ২০১২ সালে ‘ভালোবাসার রং’ ছবির মাধ্যমে রূপালি পর্দায় পা রাখেন মাহি। আর সেই ছবিতে তার সঙ্গে অভিনয় করেন নাসরিন।

সালমান-শাবনূরের দর্শক নন্দিত ছবি ‘আনন্দ অশ্রু’র নামে নির্মিত নতুন ছবিতে মূলত এক হয়েছেন তারা।
এই প্রসঙ্গে নাসরিন বলেন, মাহির প্রথম ছবিতে (ভালোবাসার রং) আমি অভিনয় করেছি। এবার সাত বছর পর নির্মিত হওয়া ‘আনন্দ অশ্রু’-তেও তার সঙ্গে পুনরায় কাজ করছি। এই মুহূর্তে ‘আনন্দ অশ্রু’র শেষ অংশের শুটিং চলছে।
মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আনন্দ অশ্রু’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন চিত্রনায়ক সাইমন সাদিক, মাহিয়া মাহি, শহীদুজ্জামান সেলিম, নাসরিন’সহ অনেকে। সম্প্রতি সাভারের বিরুলিয়ায় শুরু হয়েছে এর শেষ অংশের শুটিং।
‘আনন্দ অশ্রু’ ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন সাইমন-মাহি। এতে আরো আছেন আলীরাজ, জয় চৌধুরী, সুজাতা, মারুফ আকিব, চিকন আলী প্রমুখ।
সুদীপ্ত সাইদ খানের গল্পে ছবির সংলাপ ও চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন আসাদ জামান ও মোস্তাফিজুর রহমান মানিক।
 সূত্র: ডেইলি বাংলাদেশ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়