Sunday, July 7

শোয়েবকে নিয়ে গর্বিত সানিয়া!

ফর্মের পড়তির কারণে বিশ্বকাপে নয় ম্যাচের মধ্যে মাত্র তিনটি খেলেছেন শোয়েব মালিক। বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচ প্যাভিলিয়নে বসে খেলা দেখে কাটিয়েছেন। শোয়েবও বুঝে ফেলেছিলেন তার দিন শেষ। সেই উপলব্ধি থেকেই ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন পাকিস্তানের এই তারকা। 

এদিকে স্বামীর অবসরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। টুইটারে স্বামীকে স্বাগত জানিয়ে টুইট করেছেন। সানিয়া লিখেছেন, তিনি ও সন্তান ইজহান শোয়েবের জন্য গর্বিত।
২০১০ সালের টেনিস তারকা সানিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শোয়েব মালিক। তাদের ঘর আলো করে এসেছে ছেলে ইজহান। অবসরের ঘোষণা দেয়ার পর শোয়েব জানিয়েছেন, পরিবারকে সময় দিতে চান তিনি।
শোয়েবের অবসরের সিদ্ধান্তে সানিয়া টুইট করে লিখেছেন, সব কিছুরই শেষ আছে। জীবনে সব শেষের একটা নতুন শুরু থাকে। তুমি তোমার দেশের হয়ে ২০ বছর গর্বের সঙ্গে খেলেছ এবং তার মধ্যে সম্মান যেমন ছিল তেমন অসম্মানও ছিল। আমি আর ইজহান তোমার জন্য গর্বিত।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়