Tuesday, July 9

কানাইঘাট এসোসিয়েশন ইউকের নির্বাচন সম্পন্ন

কানাইঘাট নিউজ ডেস্ক:
ইউকেতে বসবাসরত কানাইঘাটবাসীদের সংগঠন ” কানাইঘাট এসোসিয়েশন ইউকের ” বিজিএম ও ২০১৯ -২০২১ সেশনের নির্বাচন গতকাল পূর্বলন্ডনের মাল্টিফোর্ড সেন্টারে অনুষ্টিত হয়। সংগঠনের সভাপতি নাজিরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রিটারি আজমল আলীর প্রাণবন্ত উপস্থাপনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন মাওলানা আবুল হাসনাত চোধুরী । বিপুল সংখ্যক কানাইঘাটবাসীর উপস্থিতিতে সভাপতির স্বাগতিক বক্তব্যের পর অনুষ্টানের প্রথমাংশে দ্বিবার্ষিক রিপোর্ট পেশ করেন সেক্রিটারি জনাব আজমল আলী ও ট্রেজারার জাকারিয়া সিদ্দিকী । সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মাওলানা আবুসাঈদ , আলহাজ্ব মখলিছুর রহমান , সিরাজুল ইসলাম , মাওলানা রফিক আহমদ , ইজ্জত উল্লাহ , প্রতিষ্টাতা সদস্য ফারুক আহমদ , সহসভাপতি শামীম আহমদ চৌধুরী , আবুল ফাতেহ , ও সহ সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ চৌধুরী । সভায় বক্তারা গত দুই বছরের কাজের প্রসংশা করেন এবং আগামীতে ও এই সংগঠনকে আরো নতুন উদ্যমে এগিয়ে নেওয়ার আহব্বান জানান , বিশেষ করে ইংলেন্ডে বেড়ে ওটা আমাদের নতুন প্রজন্মকে এই সংগঠনের সাথে শরিক করার আহব্বান জানান । সভার দ্বিতীয়াংশে প্রধান নির্বাচন কমিশনার মাওলানা আবুসাইদের পরিচনায় ২০১৯ -২০২১ সেশনের জন্য সভাপতি , সেক্রিটারি ও ট্রেজারারের জন্য নির্বাচন অনুষ্টিত হয় । বর্তমান সভাপতি আলহাজ্ব নাজিরুল ইসলাম পুনরায় সভাপতি , মখলিছুর রহমান সেক্রেটারি ও আহমেদ ইকবাল চৌধুরী কে ট্রেজারার নির্বাচিত করা হয় । পুনরায় সভাপতি নির্বাচিত করায় নাজিরুল ইসলাম সবাইকে ধন্যবাদ জানান এবং বিগত দিনের মত আগামিতেও সহযোগিতার জন্য সবাইকে অনুরোধ করেন । উল্লেখ্য যে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ ইসি কিমিটি আগামীতে গঠন করা হবে । নৈশ ভোজের পর দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয় । দোয়া পরিচালনা করেন মাওলানা রফিক আহমদ ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়