Tuesday, June 18

রোমান সানাকে বরণ করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ইতিহাস গড়ে ওয়ার্ল্ড আরচ্যারী চ্যাম্পিয়নশিপে এই প্রথম বাংলাদেশের কোনো আরচ্যার পদক অর্জন করলেন। গত রোববার নেদারল্যান্ডসে ওয়ার্ল্ড আরচ্যারী চ্যাম্পিয়নশিপের রিকার্ভ পুরুষ এককের ব্রোঞ্জের লড়াইয়ে ইতালির নেসপলি মাওরোকে ৭-১ সেট পয়েন্টে হারিয়ে অনন্য কৃতিত্ব গড়েন রোমান সানা। গর্বিত সানা ও তার টিম দেশে ফিরলে তাদেরকে বরণ করে নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল। 

ওয়ার্ল্ড আরচ্যারী চ্যাম্পিয়নশিপ শেষে মঙ্গলবার সকালে বাংলাদেশে ফেরেন রোমান সানা। তাকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হযরত শাহজালাল বিমানবন্দরে বরণ করে নিতে যান। 
এর আগে মঙ্গলবার সকাল ৮.৪০ এ দুবাই এয়ারলাইনসের এক ফ্লাইটে ঢাকায় অবতারণ করেন সানা ও তার দল। সানাদের বরণ করতে প্রতিমন্ত্রী আগে থেকেই বিমানবন্দরে অপেক্ষা করছিলেন। তিনি তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন ও মিষ্টি মুখ করান। 
এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘রোমান সানার এ অর্জনে আমি আনন্দিত ও গর্বিত। আগামীতেও সে সাফল্যের ধারা অব্যাহত রেখে দেশের জন্য সম্মান ও গৌরব বয়ে আনবে বলে আমি আশা রাখি। আমি তার সার্বিক সাফল্য কামনা করছি।’
ডেইলি বাংলাদেশ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়