জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় ফের ভারতীয় বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচ জওয়ান আহত হয়েছেন। তাদের মধ্যে সেনাবাহিনীর একজন মেজর রয়েছেন। খবর এনডিটিভি ও নিউজ এইটিনের।
সোমবার বিকেলে পুলওয়ামার আরিহালে সেনাবাহিনীর একটি চলন্ত গাড়িতে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়।
খবরে বলা হয়, পুলওয়ামার আরিহাল গ্রামে ৪৪
রাষ্ট্রীয় রাইফেলস বাহিনীর গাড়িতে হামলা চালানো হয়েছে। এতে সেনাবাহিনীর
ক্যাসপার গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরই প্রবল গুলিবর্ষণ ও পাথর ছোড়া
শুরু হয়।

এখন পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে হতাহতের ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।
আহত ওই মেজরকে দ্রুত শ্রীনগরে সেনাবাহিনীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী
বিস্ফোরণে প্রায় ৪০ জন সিআরপিএফ জওয়ান নিহত হয়েছিল। এ ঘটনায় পাকিস্তানকে
দায়ী করে পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে অভিযান চালায় ভারতীয় বিমানবাহিনী।
ওই ঘটনাকে কেন্দ্র করে দু’দেশের সম্পর্কের চূড়ান্ত অবনতি হয়।
তবে পুলওয়ামায় ফের জঙ্গি হামলা হতে পারে
রোববার পাকিস্তানের গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ভারতকে সতর্ক করা হয়েছিল।
পাকিস্তানের পক্ষ থেকে সতর্কতার একদিন পরই পুলওয়ামায় হামলার ঘটনা ঘটল।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়