Saturday, May 25

ব্যস্ততায় মাঠেই টাইগারদের জুমার নামাজ

 স্পোর্টস ডেস্ক::

ত্রিদেশীয় সিরিজ শেষ করে ইংল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপ শুরুর একেবারে শেষ মুহূর্তে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন টাইগাররা। শুক্রবারে প্রস্তুতি ম্যাচের ভেন্যু কার্ডিফে অনুশীলন চলাকালে মাঠেই জুমার নামাজ আদায় করেন বাংলাদেশ ক্রিকেট দলের অনেকেই। 

জাতীয় দলের তারকা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ এমনই একটি ছবি ফেসবুকে পোস্ট করেন। ছবিতে দেখা যায়, নামাজের ইমাম হিসেবে ছিলেন তারকা ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। নামাজে তামিম, মাশরাফি ও মুশফিকুর রহিমসহ বাংলাদেশ দলের অনেকেই অংশ নেন। 
এর আগে ১৯ মে ইংল্যান্ডের লেস্টারে পৌঁছান সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা। সেখানে তিন দিনের প্রস্তুতি শেষে বৃহস্পতিবার দুপুরে প্রস্তুতি ম্যাচের ভেন্যু কার্ডিফে পৌঁছে বাংলাদেশ দল। 
সাকিব-তামিম-মুশফিকরা কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে অনুশীলন শেষে এখানেই বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে দুটি অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে। আগামী ২৬ মে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। দুই দিন পর ২৮ মে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে মাশরাফি বিন মুর্তজার দল।
দুটি প্রস্তুতি ম্যাচ খেলে আগামী ২৯ মে কার্ডিফ থেকে লন্ডনে ফিরবেন বাংলাদেশি ক্রিকেটাররা। আগামী ২ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়