Friday, May 31

লেবুর যত অদ্ভুত ব্যবহার

ফিচার ডেস্ক:
রোজায় শরবতে লেবু ব্যবহার করা হয়। আর এমনিতে খাবার সঙ্গে এটা খেতে পছন্দ করেন অনেকে। কিন্তু এর বাইরেও লেবু দিয়ে আরও কিছু কাজ করা যায়। দেখে নিন সেরকম কয়েকটি-
  • রান্নাঘরে রাখা বয়াম কিংবা বাটি তেলতেলে হয়ে গেলে মোটা দানার লবণ ছিটিয়ে লেবু ঘষে নিন। দূর হবে তেলতেলে ভাব।
  • ফ্রিজের দুর্গন্ধ দূর করতে ফ্রিজ পরিষ্কার করার পর প্রতি তাকে লেবুর খোসা কুচি রেখে দিন।
  • ঘামের দুর্গন্ধ দূর করতে ব্যবহার করতে পারেন লেবু। সমপরিমাণ লেবুর রস ও পানি একসঙ্গে মিশিয়ে শরীরের যেসব অংশ বেশি ঘামে সেসব অংশ ধুয়ে নিন।
  • চিনির বয়ামে লেবুর খোসার টুকরা অথবা আস্ত লেবু রেখে দিলে চিনি জমাট বাধবে না। 
  • স্টেইনলেস স্টিল পরিষ্কার করতে ব্যবহার করুন লেবু।
  • পোশাক থেকে ঘামের হলদেটে দাগ দূর করতে সমপরিমাণ পানি ও লেবুর রসের মিশ্রণ দিয়ে ধুয়ে নিন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়