Friday, May 31

৪ জুন খোলা থাকবে বিএসএমএমইউয়ের বহির্বিভাগ

নিউজ ডেস্ক:
পবিত্র ঈদুল ফিতরের ছুটির মাঝেও রোগীদের সুবিধার্থে ৪ জুন (মঙ্গলবার) বিশেষ ব্যবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) খোলা থাকবে। তবে ওইদিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস, অফিস ও বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস বন্ধ থাকবে।
এছাড়া ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৪, ৫ ও ৬ জুন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের বহির্বিভাগ (৪ জুন ব্যতীত), বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস, বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিস বন্ধ থাকবে। তবে ওই তিনদিন বিভিন্ন বিভাগের জরুরি বিভাগসমূহ ও হাসপাতালের ইনডোর সেবা প্রচলিত নিয়মে যথারীতি চালু থাকবে।
এদিকে ঈদের ছুটির মাঝে হাসপাতালের সেবা কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেজন্য ইতোমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বিভাগীয় চেয়ারম্যান ও পরিচালকসহ (হাসপাতাল) সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
আগামী ৭ জুন (শুক্রবার) সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ৮ জুন (শনিবার) বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল স্বাভাবিক নিয়মে সম্পূর্ণরূপে চালু থাকবে। বিএসএমএমইউ সূত্রে এসব তথ্য জানা গেছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়