Tuesday, May 7

জনপ্রিয়তা হারাচ্ছে টিকটক

কানাইঘাট নিউজ ডেস্ক:

ভারতে খুব দ্রুত গতিতে জনপ্রিয়তা অর্জন করে নেয় টিকটক। গত এপ্রিলে দেশটিতে এর গ্রাহকের সংখ্যা দাঁড়ায় ৬০ কোটিতে। কিন্তু আদালতের নিষেধাজ্ঞার কারণে দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেড় কোটি সম্ভাব্য গ্রাহক হারিয়েছে টিকটক। এরপরই জনপ্রিয়তায় ভাটা পড়তে থাকে। খবর সিএনএন বিজনেস।

সেন্সর টাওয়ারের এক প্রতিবেদনে বলা হয়েছে, টিকটক ডাউনলোড ব্লক করে রাখা সময়ের মধ্যে দেড় কোটির বেশি ইন্টারনেট ব্যবহারকারী টিকটক অ্যাপটি ডাউনলোড করতে চাইলেও ব্যর্থ হয়েছেন। আগের মাসের তুলনায় এপ্রিলে বৈশ্বিক পরিসরে টিকটক অ্যাপের ডাউনলোড কমেছে ৩৩ শতাংশ।
গত মাসে দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের মাদ্রাজ হাইকোর্ট টিকটক নিষিদ্ধ করতে কেন্দ্রীয় সরকারকে একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ দেন। ২০১৬ সালে ভারতে যাত্রা করে টিকটক। দেশটিতে বর্তমানে টিকটকের ১২ কোটির বেশি গ্রাহক রয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়