Sunday, December 9

সিলেট-৫ আসনে মহাজোটের প্রার্থী ‘উন্মুক্ত’


কানাইঘাট নিউজ ডেস্কঃ


সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে একক কোনো প্রার্থী দেয়নি আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট। এই আসনটি উন্মুক্ত রেখে দেওয়া হয়েছে।
এই আসনে আওয়ামী লীগ থেকে সাবেক সাংসদ হাফিজ আহমদ মজুমদার ও জাতীয় পার্টি থেকে বর্তমান সাংসদ সেলিম উদ্দিন মনোনয়ন জমা দেন। দুই দলই নিজেদের অবস্থানে অনড় থাকায় আসনটি উন্মুক্ত রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
ফলে সিলেট-৫ আসনে নৌকা প্রতীক নিয়ে হাফিজ আহমদ মজুমদার ও লাঙ্গল প্রতীক নিয়ে সেলিম উদ্দিন নির্বাচন করবেন।
জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এ আসনে ঐক্যফ্রন্ট থেকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে মনোনয়ন দেওয়া হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়