Saturday, December 8

সুনামগঞ্জ-৩ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী শাহীনুর পাশা

কানাইঘাট নিউজ ডেস্ক:
নানা জল্পনা কল্পনার পর সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনে ঐক্যফ্রন্টের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য মাওলানা অ্যাডভোকেট শাহীনুর পাশা চৌধুরীকে এই আসনের প্রার্থী ঘোষণা করা হয়। শনিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় বিএনপির কমিটির প্যাডে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠিতে শাহীনুর পাশাকে ধানের শীষের প্রতীক বরাদ্দ দেয়া হয়। মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠি জেলা রিটার্নিং অফিসার ও সুনামগঞ্জের জেলা প্রশাসককে দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট শাহীনুর পাশা চৌধুরী জানান, শনিবার সন্ধ্যা সোয়া ৭টায় বিএনপির মহাসচিব স্বাক্ষরিত চিঠি পেয়েছেন তিনি। প্রসঙ্গত, ২০০৫ সালে এই আসনের তৎকালীন সংসদ সদস্য আব্দুস সামাদ আজাদের মৃত্যুর পর উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট শাহীনুর পাশা চৌধুরী। তিনি সংগঠনের জেলা কমিটিরও সভাপতি। একাদশ জাতীয় নির্বাচনে এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল ছত্তার দলীয় মনোনয়ন দাখিল করেছিলেন। তবে ভোটার তালিকায় না থাকায় তার প্রার্থিতা বাতিল হয়ে যায়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়