কানাইঘাট নিউজ ডেস্ক:
পুরো বিশ্বে এমনও অনেক নায়ক আছেন যারা সুঠাম দেহের অধিকারী হলেও মাথায় রয়েছে বিশাল টাক। এমনই একজন অভিনেতার কথা বেশ মনে পড়ছে, তিনি হলেন হলিউডের নামীদামী তারকাদের একজন, জেসন স্ট্যাথাম। যার অভিনয় হয়ত পছন্দ করেন না এমন মানুষ খুব কম আছে। তাছাড়া তিনিও সুঠাম দেহের কিন্তু মাথায় নেই কোন চুল।
এমনই অনেক নায়ক আছেন আমাদের দেশেও যারা দেখতে বেশ সুদর্শন, কিন্তু মাথায় রয়েছে বিশাল টাক। আজ ডেইলি বাংলাদেশের পাঠকদের জানাবো এমনই কিছু অভিনেতার কথা যারা আছেন টাকের তালিকায়।
অনেকেই অবিশ্বাস করবেন, বাংলাদেশের বহু নারীর হৃদয়ের স্পন্দন সালমান শাহ’র মাথায়ও টাক পড়ে গেছিল। তার পরিবারের পক্ষ থেকে শোনা, তিনি সিঙ্গাপুর গিয়ে এজন্য চিকিৎসাও করাতেন। এছাড়াও বাংলাদেশি সিনেমায় এমন অনেক নায়কই আছেন যাদের মাথায় টাক ছিল। কিন্তু পর্দায় দর্শক দেখেছেন ঘন কালো চুল। চরিত্রের প্রয়োজনেই সুন্দর দেখাতে চুল লাগিয়েছেন তারা। যাতে ঢেকে রাখতে হয়েছে টাক।
মূলত যে কোন মানুষের বয়স বাড়তে শুরু করলে কমে যায় চুলের ঘনত্ব, দেখা দেয় মাথায় টাক। বিশেষ করে পুরুষের বেলায় এটি খুব স্বাভাবিক। বিজ্ঞান বলে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাথার চুল ত্বকে পরিণত হতে থাকে। ফলে মাথার চুল কমে গিয়ে টাক দেখা দেয়। অনেকের আবার অল্প বয়সেই টাক হয়ে যায়। আবার বহু ক্ষেত্রে এটি বংশগত, যেমন নায়ক সোহেল রানা ও তার ভাই রুবেল, সোহেল রানার ছেলে মাশরুর পারভেজের বয়স ৩০-ও পার হয়নি। তার মাথায়ও টাকে ছেয়ে গেছে।
মাশরুর পারভেজও সিনেমায় অভিনয় করেছেন। তাদের পরিবারের রুবেল ও সোহেল রানাও ক্যারিয়ারের শুরু থেকেই পরচুল ব্যবহার করেন। তাছাড়া ক্যারিয়ারের শুরু থেকেই টাক ছিলেন নায়ক জসিম। আশির দশকে বাংলা চলচ্চিত্রে দর্শকপ্রিয়তা অর্জন করেন এই অভিনেতা। জসিম চলচ্চিত্রে অভিনয় শুরু করেন ‘দেবর’ চলচ্চিত্রের মাধ্যমে ১৯৭২ সালে। প্রথমে ভিলেন হিসেবে শুরু করলেও নায়ক হিসেবে বেশ জনপ্রিয়তা পান তিনি।
অ্যাকশন আর রোমান্টিক দু-ধারাতেই তিনি খুব দ্রুত জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন। ভিলেনের সঙ্গে ফাইট কিংবা নায়িকার সঙ্গে নাচ, দুটিতে সমানতালে মাতিয়েছিলেন তিনি। জসিমের একঝাক চুল কে না দেখেছেন। তবে সেই চুলের পেছনের রহস্য, তিনি ছিলেন টাক।
সোহেল রানাকে পর্দায় দর্শক বহুবার বহুরুপে দেখেছেন। ‘জীবননৌকা’ ছবিতে প্রিয়তমা স্ত্রীকে ভুল বুঝে খুন করে পাগলপ্রায় সোহেল রানা পুলিশের গুলি খেয়ে সাগরে ভেসে যাওয়ার করুন দৃশ্যটি আজো চোখে ভাসে। জনপ্রিয়তার তুঙ্গে থাকাবস্থায় ‘বারুদ’ ছবিতে নায়িকাবিহীন, প্রেম রোমান্সহীন চরিত্রে অভিনয় করেও দর্শকদের মনে ঠাই করে নিয়েছিলেন এই অভিনেতা।
‘ওস্তাদ সাগরেদ’ ছবির শেষ দৃশ্য নিজের কিশোর সন্তানের কোলে মৃত্যুবরণের করুন দৃশ্যটা আজো মনে পড়ে। ওই ছবিতেও ছিলেন নায়িকা, প্রেম, রোমান্সহীন চরিত্রে কিন্তু পুরোটা সময় দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন। দেওয়ান নজরুলের ‘জনি’ ছবির জনি চরিত্রটা আজো চোখে ভাসে। ওইসব চ্যালেঞ্জই নিয়েছেন তিনি পরচুল পরে। যা দর্শক হয়তো কখনোই ধরতে পারেননি।
একজন নৃত্য পরিচালক হিসেবে যেমন সফল ছিলেন, ঠিক তেমনি একজন নায়ক হিসেবেও সফল ছিলেন নায়ক জাভেদ। দেশীয় চলচ্চিত্রের একসময়ের পর্দা কাঁপানো এই নায়কের মাথায়ও ছিল টাক। সেটা ঢাকার জন্য তিনি নিয়মিত পরচুল ব্যবহার করতেন। এখনো কোন জায়গায় গেলে তার মাথায় পরচুলই শোভা পায়।
ফোক ফ্যান্টাসি আর অ্যাকশন ছবির অপ্রতিদ্বন্দ্বী ড্যাশিং হিরো ওয়াসিম। এখনো চলচ্চিত্র থেকে অনেক দূরে তিনি। ধর্ম-কর্ম নিয়েই তার অবসর সময় কাটছে। তবে এখন আর পরচুল ব্যবহার করেন না ওয়াসিম। কারণ এখন যে ক্যামেরার সামনে নেই তিনি। মাথার সামনের দিক থেকে চুল পাতলা বলে পরচুল ব্যবহার করতেন এ নায়ক।
এছাড়া ঢালিউডের নায়ক রহমান, আজিমও এক সময় পরচুল ব্যবহার করতেন। আশি দশক থেকে রাজ রাজ্জাকের মাথার চুলও কমে যায়। ফলশ্রুতিতে তিনি নিয়মিত পরচুল ব্যবহার করতেন। তাছাড়া ভিলেনদের মধ্যে রাজিব, আহমেদ শরীফ, মিশা সাওদাগর, ডিপজলের মাথায় টাক পড়েছে। তাদের কেউ কেউ পরচুল ব্যবহার করতেন। জাম্বু, এটিএম শামসুজ্জামান, আবুল হায়াতের টাকের খবর অবশ্য কারো অজানা নয়। কমেডিয়ান দিলদারের মাথায়ও ছিল বিশাল টাক।
এদিকে, এই সময়ের নায়ক কাজী মারুফের মাথায়ও রয়েছে বিশাল টাক। তার সিনেমা দেখে একটু খেয়াল করলেই তা বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা নয়। আলেকজান্ডার বোর সামনের দিক থেকে চুল অনেকটা কমে এসেছে। তাইতো পরচুল এখন তার সঙ্গী।
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়