Tuesday, December 25

জকিগঞ্জে নৌকা প্রতীকের প্রচারণা গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

কানাইঘাট নিউজ ডেস্ক:
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাফিজ আহমদ মজুমদারের নির্বাচনী প্রচারণাকালে প্রচার গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে সন্ত্রাসীরা। এতে নৌকা প্রতীকের প্রচার গাড়ীটি পুড়ে গেছে। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের ঘাটেরবাজারে এ ঘটনাটি ঘটে বলে জানা যায়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক সাড়ে সাতটার দিকে আওয়ামী লীগের প্রচারণায় ব্যবহৃত অটোরিকশাটি বারহাল ইউনিয়নের ঘাটেরবাজারে আসা মাত্রই দুর্বৃত্তরা হামলা চালায়। এসময় প্রচারযানের সাথে থাকা প্রচারকারীরা পালিয়ে যায়। পরে সেখানে একটি ককটেল বিস্ফোরণের শব্দও শোনেন এলাকাবাসী। পরে স্থানীয়রা দেখেন প্রচারণায় ব্যবহৃত অটোরিকশাটি আগুনে পুড়ছে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়