Saturday, December 8

ভোটে এগিয়ে ঐশী

কানাইঘাট নিউজ ডেস্ক:

আজ শনিবার (৮ ডিসেম্বর) চীনের সানাই শহরে বসছে মিস ওয়ার্ল্ড গ্র্যান্ড ফিনালে। ওই মঞ্চে লাল-সবুজের পতাকার প্রতিনিধি হচ্ছেন বাংলাদেশের মেয়ে ঐশী। প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার ফাইনালে দেখা যাবে জান্নাতুল ফেরদৌস ঐশীকে।

বিচারকদের নানা পরীক্ষার মাধ্যমেই নির্বাচিত হবে মিস ওয়ার্ল্ড। এখন পর্যন্ত ভোটে তৃতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের মেয়ে ঐশী। তিনি ৭ শতাংশ ভোট পেয়েছেন। ৩১ শতাংশ ভোট পেয়ে ভোটে এগিয়ে আছেন নেপালের সুন্দরী শৃঙ্খলা। ১৭ শতাংশ ভোটে দ্বিতীয় অবস্থানে আছেন মঙ্গোলিয়ার সুন্দরী।

শনিবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় মিস ওয়ার্ল্ড ফাইনাল পর্বটি সরাসরি প্রচার করবে জুম টেলিভিশন- এমনটাই জানিয়েছেন বাংলাদেশের মিস ওয়ার্ল্ডের আয়োজকরা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়