কানাইঘাট নিউজ ডেস্ক:
আগামী ৮ নভেম্বর আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
রোববার রাতে নির্বাচন কমিশন কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদত হোসেন চৌধুরী এ সিদ্ধান্তের কথা জানান।
এর আগে রোববার বিকালে ইসির এক বৈঠকে ইভিএম ব্যবহারের বিধান রেখে বিধিমালা চূড়ান্ত করা হয়।
নির্বাচন কমিশনার বলেন, আগামী ৮ নভেম্বর আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ওইদিন প্রধান নির্বাচন কমিশনার এ তফসিল ঘোষণা করবেন।
ইসি শাহাদত বলেন, তফসিল ঘোষণার দিন নির্ধারিত হলেও সময় নির্ধারিত হয়নি। ওইদিন তিনি জাতির উদ্দেশ্য ভাষণও দেবেন।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়