Tuesday, September 25

নতুন চমক নিয়ে আসছেন কারিনা-সানি

কানাইঘাট নিউজ ডেস্ক:
দর্শকদের সামনে নতুন চমক নিয়ে আসছেন বলিউডের দু্ই অভিনেত্রী কারিনা কাপুর খান ও সানি লিওন। রেডিও জকি হিসেবে খুব শিগগির অভিষেক হতে যাচ্ছে কারিনার। আর এ অভিনেত্রীর অনুষ্ঠানের প্রথম অতিথি হিসেবে থাকছেন সানি লিওন। এ তথ্য জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
এর আগে গত সোমবার মুম্বাইয়ের সুবুরবানের একটি স্টুডিওতে অনুষ্ঠানের রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন কারিনা ও সানি।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, দুপুর ২টার সময় রেকর্ডিং শুরু হয় এবং তা পরবর্তী দেড় ঘণ্টা চলে। এ সময় তারা সিনেমা, সন্তানসহ নানা বিষয়ে কথা বলেন।
কিছুদিন আগে রেডিও জকি হওয়ার বিষয়টি নিশ্চিত করেন কারিনা কাপুর। এ নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। ইতিমধ্যে রেডিও জকি হিসেবে নাম লিখিয়েছেন নির্মাতা করন জোহর। করনের শো যে এফএম চ্যানেলে প্রচারিত হয় সেটিতেই শো শুরু করছেন কারিনা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়

নোটিশ :   কানাইঘাট নিউজ ডটকমে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক