Sunday, May 6

কানাইঘাট চতুল বাজারে সেলিম উদ্দিন এমপির বরাদ্ধকৃত স্ট্রিট লাইট স্থাপন

নিজস্ব প্রতিবদেক: জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিনের ২০১৭-১৮ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচীর আওতায় কানাইঘাট উপজেলার গুরুত্বপূর্ণ স্থান ও হাট বাজার এলাকায় সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হচ্ছে। আজ রবিবার বিকেল ৩টায় কানাইঘাট চতুল বাজারের
গুরুত্বপূর্ণ স্থানে প্রায় ৫ লক্ষ ৬৫ হাজার টাকা ব্যয়ে ১০টি ষ্ট্রিট লাইট স্থাপন করা হয়। সেলিম উদ্দিন এমপির পক্ষে স্ট্রিট লাইট স্থাপনের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বড় চতুল ইউ.পির চেয়ারম্যান মাওঃ আবুল হোসাইন, চতুল এলাকায় এমপি সেলিম উদ্দিনের উন্নয়ন সমন্বয়কারী জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সদস্য ও জাপা নেতা কিউ.এম ফররুখ আহমদ ফারুক, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সম্পাদক আব্দুন নূর , ক্রীড়া সংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রশিদ, বড়চতুল ইউ.পি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকারিয়া আলম জামিল,
দূর্গাপুর স্কুল ও কলেজ গভর্নিং বডির নির্বাচনে অভিভাবক সদস্য প্রার্থী আলতাফ হোসেন বিলাল, ইউ.পি যুবলীগের আহবায়ক জাহেদুল ইসলাম রুবেল, চতুল বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওঃ আব্দুল হক, মাওঃ আব্দুল্লাহ, হাজী সফর আলী, তোতা মিয়া, ইউ.পি সদস্য অলিউর রহমান, ইউ.পি সদস্য আব্দুল মুতলিব, যুব কর্মী এনামুর রহমানসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও চতুল বাজারের ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন। এলাকায় ব্যাপক উন্নয়ন মূলক কর্মকান্ডের পাশাপাশি চতুল বাজারের স্ট্রিট লাইট স্থাপন করায় সেলিম উদ্দিন এমপির প্রতি এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাজারে সৌর সোলার লাইট স্থাপন করায় চুরি সহ অপরাধ মূলক কর্মকান্ড অনেকাংশ কমে যাবে এবং বিদ্যুৎ চলে গেলে স্ট্রিট লাইটের আলোয় বাজার এলাকা আলোকিত থাকবে।

কানাইঘাট নিউজ ডট.কম/০৬ মে ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়