Sunday, April 8

রেনেসাঁর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কানাইঘাট নিউজ ডেস্ক: কানাইঘাট উপজেলার একদল স্বপ্নবাজ তরুণদের হাতে গড়া সংগঠন ‘রেনেসাঁ’র অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সিলেটের শিবগঞ্জের লামাপাড়াসস্থ রেনেসাঁ’র অস্থায়ী কার্যালয়ে গতকাল সন্ধ্যা ৭ টায় অনাড়ম্বর পরিবেশে কেক কেটে পালিত হয় উক্ত অনুষ্ঠান ও সাধারণ সভা। এতে উপস্থিত ছিলেন রেনেসাঁর সভাপতি মিছবা উল হক চৌধুরী, সাধারণ সম্পাদক তানভীর পারভেজ, সাংগঠনিক সম্পাদক আখতার মাহফুজ, অর্থ ও ব্যবস্থাপনা সম্পাদক শামীম আহমদ, প্রচার সম্পাদক সাইফুর রহমান তাহের, ধর্ম বিষয়ক সম্পাদক সাহেদুল আম্বিয়া, তথ্য প্রযুক্তি ও গবেষণা বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান ফাহিম, কার্যনির্বাহী সদস্য সিকৃবি শিক্ষার্থী সাইফুর রাহমান, কামরুজ জামান,আব্দুল্লাহ আল মিজান, সাধারণ সদস্য তারেক মাসুদ সহ আরো অনেকে। উক্ত সাধারণ সভায় ২০১৮ সালের নতুন কর্ম-পরিকল্পনা হাতে নেওয়া হয় এবং এসব কর্মসূচী বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়। এ প্রসঙ্গে রেনেসাঁর সভাপতি মিছবা উল হক চৌধুরী বলেন, ‘ একটি আলোকিত সমাজ বিনির্মাণে রেনেসাঁ’র সদস্যরা সব সময় বদ্ধ পরিকর। অন্ধাকার, জীর্ণতা সহ সকল প্রতিবন্ধকতাকে তুচ্ছ জ্ঞান করে তিমির নাশ করে রেনেসাঁ তার গৌরবময় অগ্রযাত্রা অব্যাহত রাখবে। নতুন বছরে আরোও সৃজনশীল কাজ করবে রেনেসাঁ।’ অফুরন্ত প্রাণশক্তি আর সৃষ্টিশীল উন্মাদনাই যাদের মূল হাতিয়ার। বদ্ধঘরের দরজা ভেঙে জীবনের জয়গান গাওয়াই যাদের কর্ম। কিছু করার ইচ্ছে, বদলে দেওয়ার অপরিসীম কল্পনা আর আলোকিত সমাজ গঠনে অদম্য সাহস নিয়ে ২০১০ সালের ৭ এপ্রিল যাত্রা শুরু করে সেই সব স্বপ্নবাজ তরুণদল। ইতোমধ্যে রেনেসাঁ অনেকগুলো সফল কর্মসূচি বাস্তবায়ন করেছে। প্রতি বছর সুবিধা বঞ্চিতদের জন্য আয়োজন করছে ঈদ উৎসব। এছাড়া স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগিতার আয়োজন,অসহায় আর্তপীড়িতদের চিকিৎসার জন্য তহবিল সংগ্রহ এবং শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ প্রদান করে থাকে সংগঠনটি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়