নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটের গাছবাড়ী বাজার থেকে গত শনিবার রাত ১০টার দিকে এক ব্যবসায়ীর ১২লক্ষ টাকা মূল্যের ১টি পিকআপ টাটা গাড়ী জোরপূর্বক ভাবে ছিনতাই করে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। থানা পুলিশ গাড়িটি উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। জনবহুল এলাকা থেকে গাড়ি ছিনতাইয়ের ঘটনায় হতবাক হয়েছেন বাজারের ব্যবসায়ীরা। তারা ব্যবসায়ীর গাড়িটি উদ্ধার করে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন। জানা যায় গাছবাড়ী বাজারের আমিন এন্টারপ্রাইজ নামক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বিয়ানীবাজার উপজেলার শ্রিখারপুর গ্রামের হাজী সালেহ আহমদের পুত্র ব্যবসায়ী নুরুল আমিন, শনিবার রাত ১০টার দিকে তার মালিকানাধীন সিলেট-ন-১১-১৬১৩ নাম্বারের পিকআপ টাটা গাড়ীটি দোকানের সামনে রাখেন। এ সময় ১৫/২০জন অজ্ঞাতনামা দূর্বৃত্তরা জোর পূর্বক ভাবে তার পিকআপ গাড়িটি ছিনতাই করে নিয়ে যায়। ঘটনাটি তিনি কানাইঘাট থানা পুলিশকে অবহিত করলে, থানার এস.আই সঞ্জিত কুমার গভীর রাতে ঘটনাস্থলে যান। কিন্তু অদ্যাবধি পর্যন্ত গাড়ীটি পুলিশ উদ্ধার করতে পারেনি। গাড়ীর মালিক নুরুল আমিন জানান, কানাইঘাটের গোয়ালজুর গ্রামের আব্দুস সালামের পুত্র জামাল উদ্দিন এবং একই গ্রামের পেশায় গাড়ি চালক ফরিদ উদ্দিনের পুত্র বদাই মিয়ার নেতৃত্বে তার গাড়িটি ছিনতাই করা হয়েছে বলে নিশ্চিত হয়েছেন। তাদের হেফাজতে গাড়িটি রয়েছে। নুরুল আমিন গাড়িটি উদ্ধারের জন্য আইন শৃংখলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন। কাহারো সাথে তার শত্রুতা নেই, কেন তার গাড়িটি ছিনতাই করা হয়েছে এ ব্যাপারে কিছুই তিনি জানেন না। থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। ছিনতাই হওয়া পিকআপটি পুলিশ উদ্ধার করার জন্য চেষ্ঠা চালাচ্ছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়